উপজেলা পরিষদের ভবন
হোসেনপুর উপজেলা পরিষদ ভবনটি উপজেলা বাউন্ডারির মধ্যে অবস্থিত। নতুন চার তলা একটি ভবনের কাজ সমাপ্ত হয়েছে। আগমী মাসের মধ্যে অফিস স্থানান্তরিত করা হবে
হেসেনপুর উপজেলার অবস্থান:
. উত্তরে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা, পূর্বে কিশোরগঞ্জ সদর উপজেলা, দক্ষিণে পাকুন্দিয়া উপজেলা এবং পশ্চিমে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা অবস্থিত। প্রশাসনিক এলাকা হোসেনপুর উপজেলায় ০৬টি ইউনিয়ন পরিষদ রয়েছে। যথা-. ১. জিনারী; ২. সিদলা; ০৩. গোবিন্দপুর; ০৪. আড়াইবাড়ীয়া; ০৫. শাহেদল; ০৬. পুমদী ইউনিয়ন পরিষদ। জনসংখ্যা[সম্পাদনা]. এই উপজেলার মোট জনসংখ্যা ১,৯১,২০৬ জন। এর মধ্যে পুরুষ ৯৩,৮২৩ জন এবং মহিলা ৯৭,৩৮৩ জন। শিক্ষা[সম্পাদনা]. অর্থনীতি[সম্পাদনা]. কৃতি ব্যক্তিত্ব[সম্পাদনা]. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্য[সম্পাদনা].
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস