Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সমন জারি ও গ্রাম আদালত গঠন

যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুঝিতে পারেন রেয, দাখিলকৃত আবেদন গ্রাম আদালতে আবেদন দাখিল করার শর্তানুযায়ী হয়েছে তখন তিনি বিধিমালার অন্তর্ভুক্ত ২নং ফরমে প্রতিবাদীকে সমন দিবেন। বিধিমালার ৮নং বিধি মোতাবেক প্রয়োজনীয় পদ্ধতিতে সমন জারী করিতে হইবে। সমন জারীর ব্যাপারে চেয়ারম্যান  বিশেষ সতর্কতা অবলম্বন করিয়া লক্ষ্য করিবেন যে প্রতিবাদীর উপর সমনজারী প্রকৃতপক্ষেই করা হইয়াছে এবং কোন কিছুই তাহার নিকট হইতে গোপন করা হয় নাই। প্রতিবাদী হাজির না হইলে, চেয়ারম্যান নিজেকে এবং কেবলমাত্র আবেদনকারীর প্রতিনিধিগণকে লইয়া আদালত গঠন করিবার পূর্বে প্রতিবাদীর উপর প্রকৃতপক্ষে সমন জারী করা হইয়াছে এই মর্মে সন্তেষজনকরূপে নিজে অবহিত হওয়ার মাধ্যমে সর্বাধিক সতকর্তা অবলম্বনপূর্বক চেয়ারম্যান তফসীলের ১মবাগ সম্পর্কিত কার্যধারা শুরু করিবন।