একনজরে
ঐতিহ্যবাহী হোসেনপুর উপজেলার নরসু্ন্দা নদীর তীর ঘেষেঁ গড়ে উঠা শাহেদল ইউনিয়ন কাল পরিক্রমায় আজ শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলা ধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজ স্বস্বকীয়তা বজায় রেখে চলেছে।
ক) নাম– ৫নং শাহেদল ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন– ১৫.৭০(বর্গ কিঃমিঃ)
গ) লোকসংখ্যা– ৪০,০০০জন (প্রায়) (২০১৬ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা– ০৮টি।
ঙ) মৌজার সংখ্যা– ৫টি।
চ) হাট/বাজার সংখ্যা-৩টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি/রিক্সা,ফি কাপ, ভ্যান।
জ) শিক্ষার হার– ৫৫%।(২০১৬ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৭টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৪টি,
উচ্চ বিদ্যালয়ঃ ২টি,
মাদ্রাসা- ৩টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান–জনাব মোঃ ফিরোজ উদ্দিন
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান– নাই।
ঠ) ইউপি ভবন স্থাপনকাল– ১৬/১০/২০০৬ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ–
১) শপথ গ্রহণের তারিখ– ০১/১২/২০২১ইং
২) প্রথম সভার তারিখ– ১২/০৩/২০২২ইং
ঢ) গ্রাম সমূহের নাম–
গকুল নগর গলাচিপা রহিমপুর
বীরপাইকশা দাপুনিয়া শাহেদল কুড়িমারা বাসুরচর
ণ) ইউনিয়ন পরিষদ জনবল–
১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন । আক্তারুজ্জামান ভূইয়া রিপন
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ– ৯জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস