Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যাংক

গ্রামীণ ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান

গ্রামীন ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান। যার মূল উদ্দেশ্য গ্রামীন হত দরিদ্র নারীদের আর্থিকভাবে স্বচ্ছলতার পাশাপাশি আত্ম সামাজিক মর্যাদায় উন্নতি করা ।

যার মূল কার্যক্রম নারী সদস্যদের মধ্যে ঋণ বিতরণ। তাদের কে সঞ্চয়ী করে তোলা।তাদের মেধারী ছেলে মেয়েদের মধ্যে শিক্ষা বৃত্তি, উচ্চ শিক্ষা ঋণ ও অধিক মেধারীদের মধ্যে বিদেশে স্কলারশিপের মাধ্যমে বিদেশে উচ্চ শিক্ষা ব্যবস্থা করে দেওয়া।এছাড়া সদস্যদের বাইরেও অসদস্য আমানতকারীদের নিকট থেকে সঞ্চয়ী স্থায়ী, মাসিক মুনাফা সহ বিভিন্ন আমানত সংগ্রহ ও আর্থিক লেনদেন সম্পন্ন করা।
অবস্থানঃ শাহেদল ইউনিয়নের আশুতিয়া বাজারের পূর্ব পাশে পরিবার পরিকল্পনা কেন্দ্রের সাথে অত্র গ্রামীন ব্যাংক টি অবস্থিত।
অফিস পদবী: শাখা ব্যবস্থাপক। ব্যাংক: পদবী: সিনিয়র অফিসার, সিলেকশন গ্রেড।
মোবাইল নং: ০১৭১৩৫৯৮০৮০।
অফিসের বর্তমান কর্মচারী সংখ্যা: ০৭, নারী: ০২ এবং পুরুষ: ০৫
গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত পরিকল্পনা: গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করা।
বর্তমান গ্রাহক সংখ্যা: ৪২০০
ইউনিয়ন পরিষদ থেকে কি ধরনের সহযোগীতা পান: আন্তরিকভাবে মাঠ পর্যায়ের কোন অপ্রাশ্যিত কোন ঘটনা উদ্ভব হলে, সে ক্ষেত্রে পরিষদের মাধ্যমে তাৎক্ষনিক সমস্যা সমাধানের সহযোগীতা পাই।